সু-দূর থেকে কামনা করি তুমি ভালথেকো।
সকাল-বিকাল সন্ধ্যাসাজে, যখন যেথায় যেভাবে রবে,
শুদু কামনা এই ভালথেকো।


আমায় বিহীন বসন্তের উত্তাপবহুল দিনগুলিতে ও ভালথেকো,
ভালথেকো গৃষ্মের প্রখর খরতাপে, কিবা শ্রাবণের ঘোর বরষায়।
চৈতালী চাঁদের কৃষ্ঞ তিথি, কিবা পূর্ন পুর্নিমায়।
শুধু কামনা এই ভালথেকো।


ভালথেকো যখন সবার থাকিবে সবে,
তবুও ভালথেকো যখন একাকী রবে।
প্রতিটা সকাল থেকে দিনের সূর্যাস্ত পর্যন্ত
প্রতিটা গোধুলী থেকে ভোরের সূর্য উঠা পর্যন্ত।
শুধু কামনা এই ভালথেকো।
জীবনের অপরাহ্নেও যদি পারো ভালথেকো,
ভালথেকো জীবনের সব সময়।