সুদূর প্রান্ত থেকে এসেছি আমরা
   তিনজন,পরিচয়টা যেভাবেই হউক
আছে প্রাণ মিল বন্ধন।
সম্পর্কটা তাই সবার শীর্ষে
ভালোবাসায় পূর্ণ, আসুক যতই
অভিমানের ছাপ হবো না কভূ ছিন্ন।


আলিঙ্গনের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি,
  সকাল-সন্ধ্যা ঝগড়া হলেও নিশিতে
ফিরে আসি।
কথা যদি না হয় একদিন হয় যে তণ্ডুল
জঠরাগ্নি, অভিমানের চেয়ে ভালবাসা
বেজায় তখন বুঝতে জানি।


ঝগড়া মোদের প্রায় ঘটে যখন বেড়াতে
  যাই,পরিকল্পনায় মত্ত থাকি এবার
নিস্তার নাই।
সেই রাশভারী ধৃষ্টতা দেখেও না দেখার
  ভাণ, টম আর জেরি মোরা কিভাবে
করি অভিমান।


বিথি তুই একটু বেশি বেশি!!  রাগলে
লাগে প্যাঁচা, তোকে দেখে হাসবো
  ভাবি হয়না তবু হাসা।
ধুরো বললাম তো মিথ্যা করিস না
তুই রাগ, তুই যে মোদের ভাঙা ছাঁদের
  ফুটন্ত জ্যোৎস্নাময়ী চাঁদ।


ছুটবো মোরা কামানের বেগে যতদিন
  না যাই শবে, ইচ্ছে হলেই ঝগড়াঝাঁটি
তবু যাব না বহুদূরে।
থাকবো মোরা একটি হয়ে যদিও ছয়টি
  পা, অভিমান মোরা যতই করি তবু
  হারাতে পারবোনা।


   রচনাকালঃ ১৮ নভেম্বর ২0১৭