বৃষ্টির মত এসেছিলে হৃদয় ভিজিয়ে,
হঠাৎ আবার থমকে গেলে মেঘালয় কাটিয়ে।
তন্দ্রাহীন চক্ষু নিয়ে মগ্ন থাকি ঐ দূর আকাশের চাঁদের কাছে,
ফিরলো যখন সকাল আবার চলে গেল বহুদূরে।
পরিচয় টা কি আনন্দের ছিল যখন দূর থেকেই দেখেছি তোমার হাসি,
এখন তোমায় ভালোবাসে হয়েছি দূরদেশী।
সত্যি কি এমনটা ভেবেছিলাম?
হটাৎ যাবে দূরে, তবে দিতেম না ধরা থাকিতেম তোমার অগোচরে।
নীল আকাশের পানে চেয়ে তোমার কথাই ভাবি,
সত্যি আমিই পাগল! আজো তোমার বার্তার অপেক্ষায় থাকি।
এটা কি অসম্ভব ছিল?
তোমাতে ভুলে যাওয়া কল্পনাতেও কঠিন,
বাস্তবতায় তোমার কাছে আমি মূল্যহীন।
ছোট্ট টিপে দেখেছি যখন তোমার পূর্ণায়ু মুখ,
ভালবেসে হৃদয় মাঝে জড়িয়েছি হাজার রঙের সুখ।
আবার আমি পেতে চাই নীল আকাশে ধুসর রঙ,
ফিরবে তুমি বৃষ্টি হয়ে ভিজাবে আমার মন।