নিকেতন ছায়াতলে দুহিতার হাসি।                   শুনে যেন ভরে মন  দেহ উঠে নচি।                  রাধার প্রেমেতে যেন কৃষ্নের মন,                 চেয়ে থাকে অপলোক লাগে না দহণ।             তমিস্রায়ের খগে যব আসে নিশাকর।              জ্যোতাময় করে তোলে মনের শহর।              অবাধ্য কেশ তার পবনে উড়ায়।                  শিহরিয়া উঠে মন দেখে নিরালায়।               কাননে ফুটে ফুল অলক বাসনায়।                 ভ্রমর আসিয়া কহে দারা মোর বানাব তোমায়