জীবণ মানে,মরুর বুকে এক উদক মরিচিকা।জীবণ মানে,সংগ্রাম আর সংঘাতে পরে থাকা।জীবণ মানে,সুখ-দুঃখ পাশাপাশি বসে রয়।   জীবণ মানে,পুষ্প ঘ্রান মারুতে ভেসে বয়।       জীবণ মানে,শম্পার মত খনেকের অবস্থান।জীবণ মানে,বরুণের বুকে বয়ে যাওয়া জলযান।জীবন মানে,দিব্যলোকে মায়ের দেওয়া খুশি।    
জীবণ মানে,বিগ্রহের মাঝে জায়ার অবস্থান।
জীবণ মানে,অর্কের মত প্রতিদিন জেগে ওঠা।     জীবণ মানে,অন্ধকারে একটু আলোর দিশা। জীবণ মানে,শৈবালিনীর স্রোতোপায়ে ভাসা।     জীবণ মানে,সমীহের জোরে শৈলী শাখায় ঘর।জীবণ মানে,মুদ্রার টানে বসুধা স্বার্থপর।