দু:খ পেয়ো না
বরং তাদের মাটিতে ছড়িয়ে দাও।
মহীরুহ হয়ে তোমায় ছায়া দেবে
বসন্তে ওরা সবাই
ফুল হয়ে বাতাসে দুলবে।


দু:খ পোষো না
তাদের স্বাধীন করে দাও
তাদের আকুতি শুনতে শেখো
তাদের অশ্রু শুকোতে দাও
ওরাও তোমার মতোই
জীবন্ত মানুষ।


দু:খগুলো অবজ্ঞা করো না
ওরা নির্দোষ
ওদের ছায়াগুলো নিষ্পাপ
ওদের প্রতিটি শব্দ
বিশ্রুতির আড়ালে থমকে যাওয়া
পৃথিবীর প্রাচীন স্বর্গের
ভুলে যাওয়া উদ্যান।