আমি ফিরে গেছি প্রিয়!
মফস্বলে স্ট্রিট লাইটের আলোয় চুরটের গন্ধ
মাটিতে মেশানো নির্বাক ছায়া
মৃত ফুলের চিৎকার, বেসুরো পাখির হাহাকার
এসবের কিছুই হবে না আর
কোনো কিছুই বিরক্তি ঘটাবে না তোমার।


আমি ফিরে গেছি।
আমার অভ্যন্তরে চিরদিনের অবসরে
যেখানে সব জীবন্ত মৃত-আত্মার কলরবে
ভালোবাসা জেগে উঠে পাথুরে হৃদয়ে,
ফিরে গেছি আমি সেখানে।
বেচে থাকা আরো প্রাণবন্ত হয়ে উঠুক তোমার
আমার এই প্রস্থানে।