প্রিয়তা
অতঃপর চোখের সামনে ক্যালেন্ডার উল্টেছে।
গাছ গুলা পাতা ঝেড়ে নতুন পাতা গজিয়েছে।
ভাংগা ঝোপড়া পাল্টে কৃষক গড়েছে পাকা ঘর।
কিন্তু তুমি বদলেছো কোথায়?
সেই পুরোনো দিনের গান,, না আমায় আঁকড়াবে
না আমায় ছাড়বে।
এভাবে কি চলে?


সেই কবে চেয়েছিলাম তোমার কাছে ৪ লাইনের একটি কবিতা।
আর ছোট্ট একটা গল্প।
তুমি বলেছিলে সময় হলেই দেবে।
দিন যায়, মাস যায়, মাস যেয়ে বছর কৈ তুমি তো আর দিলে না।
তবে কি আমি ধরে নেবো সবই ছিলো তোমার ক্ষণিকের আবেগ?.
নাকি ভাববো এসবই অল্প বয়সে উপন্যাস পড়ার ফল মাত্র!?