আমি সেই ধূলিকণা,
যার সারাটা জীবন শুধু আকাশ পানে চেয়ে দেখা,
উজ্জ্বল নক্ষত্রের ধারা!
একটা সময় ছিলো, নিশুতি রাতে, শিশির ঝরত ,
চাঁদের আলো পড়ত, রায় বাড়ির দিঘিতে।
এখানে-ই এক সময় পূর্ণ চাঁদের রাতে,
পরীর দল ব্যস্ত হতো জলকেলি তে।
এখন আর রায় বাড়ির দিঘি নেই!
ভরাট করে সেখানে গড়ে উঠেছে,
আজ বিশাল খেলার মাঠ।
বিকেল হলেই কিশোরের দল ছুটে আসে বল নিয়ে;
আবার সন্ধ্যা হলেই ফিরে যায় নীড়ে।
আমি সেই ধূলিকণা,
যার কখনো নীড়ে ফেরা হয়নি!
কতো শত গল্পের সাক্ষী হয়ে রয়ে গেলাম,
বিশাল এই আকাশ তলে, উজ্জ্বল নক্ষত্র দের নীচে।