চারিদিকে কতো শতো কোলাহলের মাঝেও
আজ কেউ কেউ বড্ড নিশ্চুপ।
বিষাদে ছেয়েছে কারো কারো জীবন..
বুকের মাঝে কতো শতো কথা জমতে জমতে
হাতুড়ির রুপ নিয়েছে,
আবার সেগুলোয় আঘাত করতে করতে
বুকটাকে ভেঙে চুরমার করে চলেছে
তবুও মুখ ফুটে টু শব্দটা করার উপায় নেই।
শুধু কখনো কখনো চোখের কোন বেয়ে নেমে আসে কয়েক ফোটা অশ্রু।
যা হয়তো কারো কাছে ন্যাকামি,কারো কাছে আবেগ..
কি নাম দেবে গো হে সমাজ এ অশ্রু ফোটার
আবেগ নাকি ন্যাকামি?
যে নাম ই দাও না কেনো, যতো তাচ্ছিল্য ই করো না কেন
তবুও কিছু পাগল থাকবে, তোমার অজান্তেই চোখের জল ঝরাবে..
উফ শব্দটা ও করবেনা..