তুমি আমার ধর্মকর্ম, তুমিই আমার রব,
তুমি আমার চাওয়া পাওয়া, তুমিই আমার সব।
তোমার নেশায় মাতাল আমি, মেতেছি প্রেমের মত্ততায়,
তোমার আসন সাজাই আমি, হৃদয়েরই আঙিনায়।
তোমার দ্বারে আপনারে খুঁজি, তোমারই গাই গান,
তোমার দেওয়া বাণীর সুরে জুড়াই  আমার প্রাণ।


তুমি আমার সূর্যকেন্দ্র, আমি লাগাই গ্রহের ফের,
তৌবা করি তোমার সমীপে, মুছে দাও গো সব পাপের ঢের।
তুমি গফ্ফার, রহমান তুমি, তুমিই মালিক ও হাকিম,
তুমি আস-সালাম, রাজ্জাক তুমি, তুমিই আলিমুল-কারীম।
তোমারই আমি নাম যপি আর তোমার কাছেই চাই,
খাদ্য পানীয় বাঁচার রসদ তোমার হইতেই পাই।


সাত আসমানের মালিক তুমি, তুমিই তো প্রভু চালক,
তুমি আমাদের জীবনদাতা, তুমিই তো প্রতিপালক।
তুমিই এক, একমাত্র মাবুদ, আর তো কেহ নাই,
তোমার কাছেই ফিরব প্রভু, পদতলে দাও ঠাঁই।
আমায় তুমি করো হেফাজত, নিজের নাফ্সের হতে,
বানাও আমাকে সত্যবাহক, চালাও সরল পথে।


আল-কোরআনের করবো তেলাওয়াত, কন্ঠতে দাও সুর,
তোমার আদর্শে গড়ব জীবন, অন্তরে দাও নূর।
হেদায়েত দাও, হয় যেনো আমার, ভালোর পাল্লা ভারী,
বন্ধুবান্ধব, পাড়াপড়শি আর সকলকে যেনো দাওয়াত দিতে পারি।
রসূল হযরত এর করেছো উন্মত্ত, চালাও তারই দেখানো পথে,
করো তুমি আমায় ওনার প্রতিবেশী, থাকি যেনো ওনারই সাথে।