আমাকে ভালোবাসলে
কি এমন ক্ষতি হতো?
কিংবা আমাকে ভালোবাসি বললে
কি এমন হারিয়ে যেতো তোমার?
কোন সে সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতো?
বিলীন হয়ে যেতো কি তোমার অস্তিত্ব?
আমাকে ভালোবাসা যায় না
ভালোবাসি বলাও যায় না
আমাকে অপেক্ষায় রাখা যায়
আবার উপেক্ষাও করা যায়
আড়চোখে অবহেলায়
কিংবা কথার ছলে অবজ্ঞা করা যায়।


আমাকে যাতনা দেয়া যায়
সারাক্ষণ আমার মগজে
গুনগুন সুরে গান করা যায়
মনের কোণে অবিরাম
দৌড়ঝাঁপ তোমার সাজে
সবকিছুর পরেও আমাকে
ভালোবাসা কিংবা ভালোবাসি
বলা যায় না তোমার।


আমি এক আনাড়ি
ভালোবাসা কি কখনো বুঝেছি?
ভালোবাসা ডেকেছিলো একদিন
হৃদয়ে হৃদয়ে বলেছিল কথা
ফিরে যাবে না কোথাও সে
বুকের পিঞ্জর ছাড়া।


এখন সে পেয়েছে পিঞ্জর
যেথায় ঢেরবেশি ভালোবাসা
সেথায় গড়েছে স্থির বসতি
এখন কেবল শূন্য খাঁখাঁ হৃদয়পাড়া।


পদ্ম,
আমাকে ভালোবাসলে
কি এমন ক্ষতি হতো?