দাঁড়িয়েছিলে একলা একা
গলির কোণে
অপেক্ষায় প্রহর গুনছিলে কার?
যারফলে আজ হয়ে গেলো
চোখেচোখে বৃহস্পতিবার!


মুহূর্তেই চোখেমুখে লেপ্টে গেলো ভয়
কার জন্য জানি উথলে ছিলো হৃদয়
ভয়ের আড়ালের মানুষের সাথে
আচমকা হয়ে গেলো দেখা।


কখনো ভাবোনি এমন হবে
নাটকীয়তায় পড়বে ধরা
সবই ছিলো মিছে যন্ত্রণা,
এবার বুঝলে কি তার কারণ?
বলো তো শুনি,
অপেক্ষায় প্রহর গুনছিলে কার?
যারফলে আজ হয়ে গেলো
চোখেচোখে বৃহস্পতিবার!


সেই কোন বৃহস্পতিবার
বলেছিলে,- ভালোবাসি
সেদিনই বুঝেছিলো মন!
ভালোবাসা নয়,- সবই তো প্রয়োজন।


আজ কোথায় কল্পিত নাটক?
কোথায় সেই কবিতার পঙক্তি?
কোথায় তোমার অজস্র গান?
সব মিথ্যে ছিলো, করলে প্রমাণ!
অপেক্ষায় প্রহর গুনছিলে কার?
যারফলে আজ হয়ে গেলো
চোখেচোখে বৃহস্পতিবার!


এ জন্মে যত ছলনা
সবই করে গেলে
রইলো বাকি কি?
মন একদিন বলবে,-
ওহে ছলনাময়ী!
কাকে ভালোবাসলে?
কার পেছনে ছুটলে?
কার জন্য কবিতার পঙক্তি?
কার জন্য নাটকীয় সংলাপ?
কার জন্য গুনগুন গান?


যাই হোক, যার জন্য হোক
চেনা মানুষ অচেনা রূপ
তবুও তো মনে হয়
ভালোবাসা ছিলো একদিন
আজ সব মুছে করলে মলিন!
বলো তো শুনি,
অপেক্ষায় প্রহর গুনছিলে কার?
যারফলে আজ হয়ে গেলো
চোখেচোখে বৃহস্পতিবার!