আমি তোমার ছায়া হতে চাই
চলতিপথে সঙ্গী নয়
আমি তোমার ছায়া হতে চাই।


চলতিপথে সঙ্গী হলে
কদ্দূর যাবার পরে
কাজের প্রয়োজনে বলতে হয়—
আপনি যান, আমি আসছি।


অথচ ছায়া হলে,
যেতে দিলেও যাওয়া যায় না
থেকে যেতে হয় মিলেমিশে।
আমিও তাই—
তোমার ছায়া হতে চাই।