যদি এই যাত্রায় বেঁচে যাই
যদি ফের দেখা হয়
একসাথে বসব কিছুটা সময়
ধোঁয়া উঠা তপ্ত চা'য়ের কাপে চুমুক দিব
উড়ন্ত ধোঁয়ার সাথে উড়িয়ে দিব শোকগাথা!
অনেকটা পথ হেটে যাব, শহরের বুকে পিছঢালা পথে
দেখে নিব সব
যা কিছু আছে অবশিষ্ট।
চোখ মেলে দেখে নিব অভিনয় করা মানুষগুলি
যারা সময় শেষ হবার আগেই রূপ বদলায়।


যদি এই যাত্রায় বেঁচে যাই
কে কাছের, কে বা দূরের
সব হিসাবনিকাশ কষে নিব।
হিসাব কষে নিব সময়ের সাথে গড়ে উঠা সম্পর্কের
মায়ামমতায় মেলবন্ধন নাকি
সবই প্রয়োজনের হাতিয়ার।
ঠিক চিনে নিব সমাজের মাঝে বেঁচে থাকা কীটদের
সময়ে আসে দুয়ারে ভিক্ষে নেয় ভোট
সময় পুরালেই বাঁধে ভিন্ন জোট।


যদি এই যাত্রায় বেঁচে যাই
সবকিছু মিলিয়ে নিব
অভিমানী ভালোবাসা বুকে নিয়ে পথচলা মানুষ
আর মানুষের মত অভিনয় করে বেড়ে উঠা পশু।
প্রতারক প্রেমিকার দীর্ঘশ্বাসের গল্প
কিংবা দিনমজুরের চাল ডাল মেরে খাওয়ার গল্প
রিকশা চালকের ভাড়া না মিটিয়ে মারধর করার গল্প
সবই মিলিয়ে নিব
যদি এই যাত্রায় বেঁচে যাই।


তুমি এবং তোমরা এমন লুকোচুরি করেই
বেঁচে থেকো!
একদিন মুখ খুলে সব বলবে
তবে তোমাদের জন্য দুঃখ
কেউ শুনবে না।
দেয়ালের মত, পাথর কংক্রিট বুকে চেপে চুপচাপ
দাঁড়িয়ে থাকবে সবে।
পৃথিবীর অভিশাপ বুকে নিয়ে
তুমিও হাঁটছো, অতএব
তুমিও বাঁচবে না
যদি তুমি চোর হও
তাও না
আর যদি সাধক হও
কিংবা বড়সড় কেউ
তবুও অভিশাপ থেকে বাঁচা বড্ড দায়।
ভেবে নিয়েছো, তুমি আমলা,
এমপি, মন্ত্রী
তুমি বেঁচে যাবে?
এ যাত্রায় বেঁচে গেলেও
কোনও এক যাত্রায় তোমারও ঘণ্টা বাজবে।


যদি এই যাত্রায় বেঁচে যাই
তবে সব হিসেব কষব!
তুমি এবং তোমাদের সব হিসেব
কার টাকায় পাহাড় উঠে
কার ঘরে বৃষ্টি পড়ে
কে না খেয়ে থাকে
আর কে খেয়েদেয়ে ভুড়ি বানায়
ঘুমায় নিভৃতে এসি রুমে!
মনে রেখো,
যদি এই যাত্রায় বেঁচে যাই...