কবিঃ- সেদিন তুমি শার্টের বোতাম খুলে কি বলেছিলে তা মনে আছে?


নন্দিনীঃ- হুম। আছে তো।


কবিঃ- তোমায় ঠিক ঐভাবে...


নন্দিনীঃ- আমি যে তোমার লোমশ বক্ষে শান্তিপূর্ণ অগ্নি স্বাক্ষর রাখতে চাই।
বুঝাতে চাই সহজসরল ভাষায়, চারদিক ঘুরেফিরে- আমি একজন নারী।


কবিঃ- তুমি যে নারী সেটা প্রথম দেখায় বুঝেছি। তোমার প্রতি অবিচল আস্থা এনেছি। আর এও বুঝেছি- ঐ চোখ কখনো মিথ্যা বলতে পারেনা। ঐ চোখের দিকে তাকালে মিথ্যার মৃত্যু অনিবার্য।


নন্দিনীঃ- তাহলে তো সমস্যাই নেই!


কবিঃ- সমস্যা হল- শান্তিপূর্ণ ক্যাম্পাস, দুর্নীতিহীন মন্ত্রণালয়, অস্ত্রশস্ত্র মুক্ত রাজপথ,
চুরি-ছিনতাই মুক্ত ইকো পার্ক কখনোই দেখাতে পারবো না। যা তুমি আমার বুকে মাথা রেখে বলেছিলে একদিন ঘুরে দেখানোর জন্য। প্লিজ ক্ষমা কর।