~ আমায় একটা নাম দিলে না, আদর করে নামটি ধরে ডাকলেও না।
~ নাম দিয়েছি সেই কবে, ডেকেছিও কত সহস্রবার। তুমিই বরং শুনলে না!
~ এমন কথা বললে তুমি? ডাকলে তুমি আমি শুনিনি! আমি কি আর নাম জানি? এবার নাম ধরে ডাকও শুনি।
~ নাম শুনে হাসবে না তো? বলবে না তো কাউকে?
~ হাসব কেনো? বলব কেনো? এবার তুমি নাম তো বলো।
~ নাম দিয়েছি ‘নিদ্রাণী’!