তুমি চলে যাচ্ছো, আমি পেছন থেকে ডাকছি
শোনো, এই শোনো না!
তুমি তাকালে না। পথ চেয়ে এগুতে লাগলে।
অবশ্য তোমার অভিমানের যুক্তি আছে বেশ
আজও করেছি দেড়ি,
তবুও আমি ডাকলাম, চুক্তি সারতে, বললাম—
তাকাও পেছনে, না হয় শাস্তি দাও।


তুমি তাকালে, বললে— কেমন শাস্তি চাও?
আমি মলিন চেহারায় উজ্জ্বল হাসি দিয়ে
বললাম— তুমি যা দাও, সপে নিব এ জন্মে!
সে কি, তুমি কথায় ধরলে, বললে— পরজন্মে
নিবে না? তা কাকে নিবে?
আমি বললাম, তা না! তুমি বরং শাস্তি দাও।


কাছে আসলে তুমি
হাতে রাখলে হাত, চোখে রাখলে চোখ
অতঃপর যা দেখালে, তা বলতে মানা!
কপালজুড়ে চিহ্ন হলো, দেখলো না কেউ
মন জুড়ে বইলো নদী, জলরাশি থৈথৈ।


যাবার বেলা বলে গেলে, শাস্তি দিব
এমন মানুষ নই, আমার মানুষ তুমি
শাস্তি দিলে আমি হারাব আর কই?