শুনেছি সে এখন
পুরোদস্তুর গৃহিণী
কেমন আছে? কোথায় জানি?
কার ঘর? কার বাড়ি?
হয়ে আছে কার রাণী?


শুনেছি সে এখন
পুরোদস্তুর গৃহিণী
এখানে থাকলে হয়তো
থাকতো সে
শুধুই মনের রাণী
ওখানে সে প্রাচুর্যে প্রদর্শনী!


কি নেই তার? আছে সব
যা নেই, তা নিয়ে কীসের ব্যথা
আছে অর্থবিত্ত
এটাই তো প্রয়োজন
প্রয়োজন নেই চিত্ত!
চিত্ত দিয়ে কি যায় সারা
বিত্তের ব্যথা?
যার যা প্রয়োজনী
সে তো বুঝেই হয়েছে
কোনো একঘরের লক্ষ্মী রাণী!


চেয়েছে সে যশ-খ্যাতি
চায়নি তো প্রেমপ্রীতি
শুনেছি, দেখেছি, বুঝেছি কত কিছু
তবুও হারাবার, হারাবার নেই কিছু।
যা চলে যায়, তা আসেই যাবার জন্যে
সেও এসেছিলো, করেছিলো ঋণী
অন্ধকার ভেদ করে
আলোর ঝনঝনানি
তাই তো আজ অন্য কোথাও
হয়েছে কারো গৃহিণী, বুকের রাণী।


একদিন সে বলেছিলো কত কথা
সামান্য কথায় পেয়েছিলো
বুকভাঙা ব্যথা
এটাওটা কিছুই পারে না সে
ধরেছিল হাজারখানেক ছল
এখন সে পারে সব, হয়েছে চঞ্চল!
ধরতো সে মারাত্মক বাহানা
বলতো কেঁদেকেটে
আমি তো কিছুই জানিনা
কিছুই পারি না
কেমনে চলবে সংসার?
এখন সব চলে তার
সবকিছু তার আপনার!


শুনেছি সে এখন
পুরোদস্তুর গৃহিণী
অথচ দুয়ারে দাঁড়িয়ে যখন
অন্ধকার, তবুও সে ছিলো
সেদিন এই ক্ষতবিক্ষত
বুকের মণি।
আজ এপ্রান্তে তমসা
তবুও ওপ্রান্তে আলোজ্জ্বল
অর্থবিত্তে,
জ্বলে যায়, আগুন লেগে যায়
বিরহী চিত্তে।


ভালো থাকুক রাণী
শুনেছি সে এখন
পুরোদস্তুর গৃহিণী...