ধুমপান বিষ পান,যদিও হয় দামি;
আয়ু হয় সংকোচিত আর জীবন অধ্বগামি।
পাইপ চুরুট গাজা আর সিগারেট বিড়ি,
ধোয়া পান করলে ধুমপান নাম তারি।


ধুমপানে আছে বিষ নাম তার নিকোটিন,
যাতে হয় ক্যান্সার আরো রোগ কঠিন।
সবাইকে মরতে হবে,তবে ক্যান্সারে কেন?
শান্তিতে মরবো আল্লাহর রহমত থাকে যেন।


করো যদি ধুমপান,ইবাদত হবেনা কবুল;
পরকালে জাহান্নাম হবে,দিতে হবে মাশুল।
সামাজিক ভাবে ধুমপান আরো বেশি ভয়ংকর,
অর্থাভাবে শুরু হয় অশান্তির কারবার।


সুখে দুখে শখে কিংবা আনন্দ আহ্লাদে,
সঙ্গী করব সব কিছু ধুমপান বাদে।
এসো আজ সবাই মিলে করি পণ,
ধুমপান মুক্ত সুস্থ জীবন করি যাপন।