ইহকালের এই দিন গুলো সব
করছি মোরা মাটি,
অর্থের পিছে ছুটে ছুটে       অবৈধ সম্পদ লুটে লুটে
পাইনিতো সুখ, পেয়েছি পাপের আঁটি।


ক্ষনস্থায়ী লোভ লালসায়
ব্যাস্ত জীবন করছি পার,
নানান কিছুর ছলে বলে    কাটিয়ে দিচ্ছি দলে বলে
পাইনিতো একটু সময়,স্রোষ্টাকে ভাববার।


টাকা পয়সার অন্ধ নেশায়
ডুবছি মোরা পাপ সাগরে,
পাপের ভারে হচ্ছে ভারি   মিজান নামের পাল্লার দাড়ি
তবুতো মোরা থাকছি বসে,এনিয়ে তো আর ভাবছি নারে।


স্রোষ্টার প্রতি নেইকো স্বরন
নেইকো ইবাদত,
চলছে জীবন ইচ্ছে মতো    রং তামশা হচ্ছে যত
নেই তো খেয়াল  জাহান্নাম যে পেতে আছে ওত।


তৃপ্তি  করে পেটটি ভরে
খাচ্ছি শুধু কোরমা কাবাব,
খাওয়া দাওয়ার অন্তরালে    এমন করে দিন ফুরালে
রোজ হাশরে খোদার কাছে, কী দিব জবাব?