ভেবে ছিলাম খুঁজে নিবে!
তবুও তোমায় দিলাম কয়েক সহস্র কাল।
পৃথিবীতে একদিন আঁধার নেমেছিলো,
উৎসব কোরে অন্ধ হয়ে গিয়েছে পৃথিবীর সব চোখ।
উৎসব ছাড়িয়ে যায় পৃথিবী,
অথবা মৃত্যুর কাছাকাছি।
মায়ার দেয়াল ভেঙে,
বিভাজন ছড়িয়ে যায় নক্ষত্র থেকে নক্ষত্রে।
কেউ কাঁচের দেয়ালে বন্দী থাকছে সহস্র কাল।


তবুও তোমায় দিলাম আরো কয়েক সহস্র কাল,
খুঁজে নিও।
একদিন পৃথিবী পাড়ি জমাবে নক্ষত্রের বুকে।
অথবা নক্ষত্রররা ছুটে আসবে।