রসে ভরা রঙিন রাসে এ রম্য লীলায় কে তুমি?তোমার স্কন্ধে কি?
আমি? আমি শ্রান্ত-ক্লান্ত,সাদা-কালো মনের চির অচেনা পথের পথিক।


সাদা-কালো! এ রঙিন রাসে, মানে?
অতি সহজ, না আছে রঙ রস, না আছে রম্য লীলা।
সবই ভুল,সবই ধোকা________
ভুল! স্বপ্ন,আশা, আকাঙ্খা, চাওয়া, পাওয়া____


তুমি তো আশ্চার্য!
কোন কথা সহজ ভাবে বলো না,উদ্দেশ্য কি?
নতুন নাই,পুরাতন যা ছিল তাও আজ আর নাই।
যেটা ছিল সেটা বলো,না বললে কি নয়,
তোমাকে বলতেই হবে।
আর যদি না বলি?কলঙ্ক রটাব,
না না তুমি এমন করো না,
এই ভয়েই আজ আমি বন্ধুর পথের পথিক।


পথিক তো বুঝলাম, কিন্তু কেন?
তাহলে শোন,
__রঙ, রস, রম্য লীলায় পরিপূর্ণ ভরা ছিল এ মন।
পরবর্তীতে যাতে হয়ে ছিল অন্তর দহন।
স্বপ্নেভরা রঙিন পৃথিবী সাজানোর মন।
নীল আকাশের হলুদ সূর্য হবার মন,
লাল ফুলের বনে প্রিয়ার অঙ্গের লাল শাড়ি হবার মন,
অনুভূতি আবেশে মন ভরিয়ে দেয়ার মন,
সারাক্ষণ অঙ্গে জড়িয়ে থাকার ইচ্ছা ছিল।
তিমিররাতে সহচর হবার স্বপ্ন ছিল।
ছিল প্রন্তরে বৃক্ষতলে ছোট্ট একটা কুটির হবার স্বপ্ন।


আর?
রাতের কালো আকাশে সাদা তারা,
হাত বাড়িয়ে ডাকবে, ছুঁয়ে দেখার আকাঙ্খায় বিভোর হবে।
হতে চেয়ে ছিলাম তার খোলা কেশ,
পিঠের পরে লুটাব বেশ।


বাহ্! এতো অতি সুন্দর,
এর থেকেও সুন্দর ছিল,
ঐ পথের দুষ্ট ধুলা,
রোজই সে না মাড়ানোর ভান করবে,
কিন্তু পারবে না। আমি জোর করে_________


তা হলে না কেন?
হয়েছি তো,
_____না ধুলা, না দূর্বা।
হয়েছি আদি পচা কাক।
না আছে রূপ, না আছে ঋতু।


কিন্তু হলো না কেন?
এ অতি সাদা-মাটা ছোট্ট একটা গল্প।
গল্প! আমি ধর্ষিত হয়েছিলাম।
কখন?জন্মানোর পূর্বে।
মানে? হ্যা, দারিদ্রতা নামক পিচাশ, অভিশাপ________
আমাকে দারিদ্রতার মন্ত্রে বশীকরণ করা হয়েছে,
আমার উপস্থিতি, অস্তিত্ব, আগ্রহ, আশা, স্বপ্ন সব কিছুই নশ্বর করেছে।
তারপর?
ভূমিষ্ট হবার পর আমার স্কন্ধে আসন অধিকার করেছে।


এখন তোমার প্রিয়ার খবর কি?
স্বপ্নের ডানায় ভর করে আছে ,
কত রাজকুমার লুটায় তার পথের পরে।
হয়ত তরী ভিড়াবে অনায়াসে।