যুবতী!ফাল্গুনী!!
কেন তুমি পুষ্প
হত্যা করো?


নারদ বা দেবতা
আমি নই।
কার তরে তুমি
কষ্ট দাও তাঁরে?


যত সত্য, যত সুন্দর
সবই যে তাঁর প্রকাশ,
কার তরে নিবেদন?


যার স্থান বক্ষে,
তারে দাও হাতে।
এ তব কোন প্রকাশ?


বিনাশে কি মহত্ব?
তব স্বত্বা প্রকাশ
তার সৃষ্ট বদন।