ছোট্ট একটি সুখের সংসার পিতা, আনন্দ, বধূ


মোটামুটি দিন কেটে যায়, আহ্! গরীব হলেও মধু।


পিতৃ প্রদত্ত বর আনন্দ কর্ম পেশা-জাতে শীল,


সহজ সরল সদালাপী সকলের সাথে হাসি মিল।


ধর্ম-কর্মে সকলের আগে,আহ্! স্বর্গ যেন সাক্ষাত নারায়ণ,


প্রত্যহ সকালে সুর করে পড়া চাই কমেতে একপাতা রামায়ণ।


সম্পদ সমস্ত সকল মিলে আছে শতক দু'ই,


রোজগারে তার ব্যবহার হাতের কব্জি-কনুই।


তবুও আনন্দ আনন্দে সাথে মিলেমিশে বেশ,


ছোট জাত বলে টিকলিধারী অনেকের অনেক রেশ।