"বদলে গেছ তুমি, বদলে গেছে তোমার মন,
বসন্ত সমীরে নিত্য তোমার অবগাহন।
পরিবর্তনের প্রবল স্রোতে বদলানো তোমার নাম,
অজস্র কোকিল গায় তোমার সুখ্যাতি সুনাম।
আরে এই সচিত্র দুনিয়ায় কত কিছুই না বিচিত্র,
এই মেলার ভিড়ে সেকালের আমি শুধুই শুধুমাত্র।"


"ধ্যাত! কেন করো অযথা বিরক্ত,
সত্যিকারেই তুমি সেকালে আসক্ত।
পারলে সকলের সাথে সমান তালে চলো,
নয়তো তোমার জন্য অন্য পথের খোঁজ বলো।
কি অস্বস্তি! প্যান প্যান করো না তো,
বোঝ না কেন? আমাকে চলতে দাও আমার মতো।"