ক্ষমা করো সর্বশক্তিমান অন্তরযামী,
তুমি তো সর্বকালের সর্বজ্ঞাতা স্বামী।
থাকতে তুমি সর্বময় সর্বশক্তিমান
কোন পাপে হলাম পাপী?
মনে তো বাসনা দিবস-রজনী
তব ভক্তি সাধন ভজনে হবো সুফি।
আমার এ মৈত্রের দেশে চৈত্রের বেশে
দিলে তুমি এ কোন খরা কাল?
কোন মায়াঘোরে সুখ পরিহরি
দিবস-নিশী জেগে হলাম মাতাল?
ক্ষমা করো, ক্ষমা করো হে,
তেজদ্বীপ্ত এ দুনিয়ার আমি যে দুর্বল দেহে।
অপরাধবোধ আমাকে করে আঘাত,
ফিরিয়ে নেও শয়তানকে,
নয়তো আমার ধ্বংস নির্ঘাত।
তুমি কি দেখ নাই প্রভু
বিষের বোঝা আমার বক্ষে?
তবে সব জেনেও
কেন নিশ্চুপ দাঁড়িয়ে অলক্ষ্যে?
এ তোমার কোন নিঠুর লীলা?
ভুল না শুধরিয়ে শেষ করো না
যেন আমার জীবন বেলা।
বিভো আর করো না অবহেলা,
চাটুকার দুনিয়ার তব বিনে আমি বড় অবলা।