দয়াল তুমি সুজন প্রেমে,
আমি অধম গভীর ঘুমে।
ঘুমে ঘুমে কাটলো কাল,
জেগে দেখি এ জগৎ মাতাল।
শেষ বিচারে সুজন বীনে
কি হবে এ অধম হাল?
কে দেবে কার সামাল?
জাগো সুজন এ অধম অন্তরে,
বাঁধবো তাঁরে থাকুক যে গহ্বরে।
সুজন তুমি আমার সজন,
তোমাকে যেন দেখি স্বপন।
দিয়ে তোমার চরণ ধূলা,
পূর্ণ করো আমার খোলা।
আমি অধম পথ ভোলা,
প্রাণে তুমি দাও দোলা।