একমাত্র কাগজের মানচিত্রে
এক দেশ থেকে আরেক দেশে যেতে
লাগে না পাসপোর্ট।

কাগজের মানচিত্রে নেই কাঁটাতার,
নেই কুকুরের ডাক, গুলির শব্দ।

সীমান্ত পেরোবার সময়
কেউ গুলি করে না বুকের মাঝখানে।
কেউ জিজ্ঞাসা করে না— "তোমার পরিচয় কী?"

কেবল নদী বইছে নিরবধি,
পাখিরা উড়ে যাচ্ছে—
নদী ও পাখিদের তো কোনো ভিসা লাগে না।

কাগজের মানচিত্রে শুধু থাকে
একটি পৃথিবীর ছবি—
যেখানে সবাই মানুষ।