হঠাৎ  যদি যাই চলে দুনিয়া ছেড়ে
পাবে কি সংবাদ?? নাই যে আমি ধরায়
শুনলে সংবাদ , দু ফোঁটা অশ্রু কি ঝরবে??
না চিৎকার দিবে, না স্তব্ধ হয়ে বসে থাকবে দিনরাত??
না ছলছল চোখে মনের গভীরে উঁকি  মারবে অতীত স্মৃতি
মনে কি পড়বে এক সাথে পথ চলার প্রবল আকুতি??
না ভ্রুক্ষেপহীন ভাবে বলবে ইন্না লিল্লাহি ওয়া     ইন্না ইলাইহি  রাজিউন
যেমন বলে অচেনা আজানা মানুষের তরে
হতেও পারে বলা যায় না
কবি তো কত আগেই বলেছেন
বিংশ শতকের শোক বড় জোর এক বছর
এখন তো একবিংশ শতাব্দী
আপন মানুষের শোক ও আনন্দের  কারণ হয়ে দাড়ায় তিন দিন পর
আর আমি তো কত আগেই পর
আসলেই কি পাবে সংবাদ
আমি নেই যে ধরায় ।