রাত্রি নিঝুম
চোখে নেই ঘুৃম
চারদিকে শুনশান
চন্দ্র দ্বীপ্তিমান
ফাল্গুনের আগমন
চঞ্চল হয়ে ওঠে মন
সেই ফাল্গুনেই শেষ দেখা
আর হলো দেখ না বছর চার
ইচ্ছে জাগে যদি দেখতে পেতাম  
আবার রোজকার