ফাগুনের রঙ যখন মানুষকে রঙিন করে
দখিনা বাতাস যখন সবে মাত্র শুরু করে
শীত যখন  শুধু শুধু যাই যাই করে
কিংশুক ফুল যখন ফুটতে শুরু করে
মানুষের মন যখন প্রেম বাতাসে নড়বড় করে
তখনই শুরু  হয় প্রাণের স্পন্দন বই মেলা
হরেক রকম  মানুষ হরেক রকম পোশাক
হরেক রকম পেশাজীবী কেউবা বেকার
সবাই আসে প্রাণের বই মেলায়
কেউ আসে বই কিনতে কেউ আসে দেখতে
কেউ আসে ঘুরতে কেউ আসে পুরাতন  বন্ধুর সাথে মিলতে
দেখা হয় কত মানুষের সাথে কথা হয় কত শত  
হরেক রকম মানুষের মাঝে চোখ দুটো খোঁজে  আরো দুটো চোখ
কিন্তু মেলে না  সেই চোখের  খোঁজ
সবাই আসে মেলায় তুমি কি আসো না??
না আমার চোখে পড়ো না ??
না তোমার আসাই হয় না বই মেলায়??
বইয়ের নতুন গন্ধ কি আর ভালো লাগে না??
না অভিমান করেই আসো না এই প্রাণের বই মেলায় ।