নীলবসনা ললনা, নেত্র তম মৃগয়া
চাহনি যেন বাণ- এ -ধনাঞ্জয়া।
কটিতে এসে নিশ্চল
অসিত জীমূত  ন্যায় কুন্তল।
তাম্বুল হইল রাতুল অধর পরশে
রক্ত গঙ্গা বহে হৃদ মাঝারে।
পা যেন কোকনদ
প্রতি পদে পড়ে যেন রক্তিম ছাপ।
করপল্লব হস্তদ্বয়
কন্ঠ যেন ললিতময়।
নাক তার পাখির চঞ্চু
মুখ তার শ্রাবস্তীর প্রপঞ্চ,
কাঞ্চা লতার মত অবয়ব তার
এ যেন সৌন্দর্যের অপরূপ সমাহার ।।