মনে কখন গ্রীষ্ম কখন বর্ষা
বোঝা বড় মুশকিল!
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ও
নামে অঝোর ধারায় বৃষ্টি।
কখন যে শরতের শুভ্র মেঘ
নিমন্ত্রণ দেয় মধুবনে
বোঝা বড় মুশকিল!
মন যে কখন রঙ্গিন হল
পলাশ ফুলের মত
বোঝা বড় মুশকিল!  
ফাগুনের দখিনা হাওয়া
কখন যে নিয়ে গেল  
স্বপ্তসুর গ্রামে।
এই গ্রামেই গত শীত ছিল
প্রচণ্ড দাবদাহ গ্রীষ্মকাল।
মনে কখন গ্রীষ্ম কখন শীত
কখন শরত কখন বসন্ত
বোঝা বড় মুশকিল!!