গ্রীষ্মের কষ্ট ঝরে পরে
  বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
  শীতের অভিমান ঝরে পরে
  শিশির কনার বিন্দু বিন্দু জলে।
  রাতের দঃখ ঝরে পরে
  কুয়াশার আলো আঁধারের খেলায়।
  দিনের বেদনা ঝরে পরে
  কালো মেঘের ঘনঘটায়।
  তোমার অভিমান ঝরে পরে
  কাজল কলো অক্ষির সমুদ্র স্রোতে
  আর আমার বেদনা ঝরে পরে
   আমার কবিতার খাতায়।