ঐ উঠেছে শাওয়ালের চাঁদ
চারদিকে উঠেছে খুশির রব,
ঈদ মোবারক, ঈদ মোবারক
চারদিকে  উঠেছে রব।  
চারদিক উৎসব মুখর
মনোমুগ্ধকর প্রাণচঞ্চল,
সেই সাথে বেজে চলেছে অবিরাম
নজরুল  গীত -
ও মোর রমজানের ও রোজার শেষে এলো খুশির ঈদ।
হরেক রকম পাজামা পাঞ্জাবি  পড়ে
বাবা ছেলে নাতি যাচ্ছে ঈদগাহয়
এর চেয়ে সুন্দর দৃশ্য কি হতে পার এই ধরায়।
ভেদাভেদ ভুলে নামাজ শেষে করে কোলাকুলি
এই ভাবে দূর হবে হিংসা বিদ্বেষ  হানাহানি।
সবার ঘরে সেমাই নাস্তা চলছে ধুমধাম রান্না।
মা বোনেরা সেজে গুজে নিয়ে বসেছে খাবারের পসরা।
সবাই মিলে খাবার খাবে প্রবল আত্মতুষ্টিতে।।