হারাতে চাই না আমি
কিন্তু হারাতেই হবে জানি,
সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে বেদনার নীল চিঠিগুলি।
থাকবে না আর কোন মান অভিমান
হাতড়ে বেড়াব শুধুই স্মৃতি,
স্মৃতিতে তুমি অমর
আর বেদনায় আমি কাতর।
দেখা হবে  নাকো আর টিএসসির মোড়ে,
গাছগুলো অপেক্ষা করবে চিরতরে,
ভেঙ্গে গেছে স্বপ্ন পাশাপাশি হাঁটার
তাইতো কবিতা লিখি রাত বারোটা পার।
জানি হয়ত দেখা হবে কোন এক রাস্তায়
কথা হবে নাকো শুধু না দেখার ভান,
এভাবেই চলে যাবে  পঁচাত্তর  পার ।।