তুমি শুধু একজন
যাকে ভাবি সারাক্ষণ ,
হয়নি বলা কখনো
তোমাকে
ভালোবাসার কথা।
মনে মনে তোমাকে ভেবে
ভাসি সুখের সাগরে।
কল্পনাতে তোমাকে নিয়ে ঘুরে আসি
দেশ বিদেশ এমনকি বাদ যায় না মহাকাশ।
কখনো  ঘুরে বেড়াই -
মেঘাচ্ছান্ন বিকেলে কাশবনের ধারে।
কখনো আবার চলে যাই
নদীর তীর ঘেঁষে অজানার উদ্দেশ্যে।
কখনো বা ঘুরে বেড়াই
কোনো দিবসে যেখানে জনারণ্য
কেউ দেখবার ভয় নাই।
মনে মনে  এসব ভাবতেই
এলো তোমার ফোন
ফোন ধরতেই
অপর প্রান্ত থেকে
আদেশের স্বরে
চলে আয় টিএসসি।
দেখা পাওয়ার আশায়
মিনিট দশে বান্দা হাজির।
দেখি খুশিতে গদ গদ হয়ে -
দেখাচ্ছে একখানা ছবি
পরক্ষণে  বিস্তর কথা ,
বুঝে গেলাম কেন এই অস্থিরতা।
মুখে হাসি অন্তরে জ্বালা
ভালো বলে চলে এলাম হাসি মুখে।
কল্পনায় আর ভাসতে পারছি না
তোমাকে নিয়ে
বাস্তবতা কেড়ে নিয়েছে আমার সব কল্পনা।