আমি রাতের আকাশ হলে
তুমি রাতের তারা।
ঝিকমিক করে
জানান দেও তোমার ভালোবাসা।
আমি নীল আকাশ হলে
তুমি সেই আকাশের লালিত্য সূর্য
লজ্জায় লাল হয়ে দিয়েছ ধরা।
আমি সমুদ্র হলে
তুমি সেই সমুদ্রের ঢেউ
গর্জন শেষে আমার অন্তরেই
ঠিকানা তোমার ।
আমি নদী হলে
তুমি সেই নদীর স্রোত।
আমি ফাগুন হলে
তুমি সেই ফাগুনের দখিনা বায়ু
শীতল করো মোর অন্তর।
আমি কবি হলে
তুমি আমার কবিতা
ছত্রে ছত্রে ছন্দে ছন্দে তোমার অস্তিত্ব ।
আমি কবিতা হলে
তুমি সেই কবিতার ছন্দ
তোমার মিলনে আমি স্বার্থক।
আমি রাত হলে
তুমি সেই রাতের জ্যোৎস্না
তোমার সৌন্দর্যে আমি শোভিত।
আমি শীত হলে
তুমি সেই শীতের শিশির কণা।
আমি মেঘ হলে
তুমি সেই মেঘের বৃষ্টির ফোঁটা।
আমি গান হলে
তুমি সেই গানের সুর।
আমি ফুল হলে
তুমি সেই ফুলের সৌন্দর্য।
আমি চোখ হলে
তুমি সেই চোখের পাপড়ি
পলকে পলকে তুমি
থাকো সারক্ষণ।
আমি ঝরনা হলে
তুমি সেই ঝরনার প্রবাহতা।
আমি পাহাড় হলে
তুমি সেই পাহাড়ের চূড়া।
আমি সুখী হলে
তুমিই সেই সুখ।
আমি দুঃখী হলে
তুমিই সেই দুঃখ।
আমি প্রেমিক হলে
তুমিই আমার প্রেমিকা।
আমি প্রেম হলে
তুমি আমার ভালেবাসা
সব মিলিয়ে গড়ব দুজন
প্রেমের বাগান খানা।