এক মহান মানুষের গল্প শোনো
বড় শিক্ষিত সে,
পড়াশুনা করে হয়েছে মস্তজ্ঞানী,
সত্য কথা না বলে গোপনে রাখে দাঁড়ি।
কথায় কথায় বিদ্রোহ,মানবতার ফুলঝুড়ি
সুযোগ পেলেই খুলে বসে বিদ্যের জাহাজ খানি,
সাধারণ মানুষের বিপদের দিনে নাক ডেকে ঘুমানি।
রাজনীতি  থেকে অর্থনীতি সবই আছা জানা
সরকারের পক্ষেই না গেলেই বিরোধিদের গালাগালি।
না খেয়ে যাবে মারা কিংবা একবেলা কি দুবেলা
বলে দিবে করছে ডায়েট ,
তবুও সরকার ভগবান
বলা যাবে না কিছুটা।
মন্ত্রী শালা শুয়ারের বাচ্চা
মনে মনে দেয় গালি
সামনে পড়লে নমঃ নমঃ
করে মরি।
পড়াশোনা শিখিয়েছে ভীরুতা
দমন করেছ মন খানি,
বিদ্রোহ  শুধু মুখেই আছে
অন্তরখানি মরুভূমি।
কৃষকের ছেলে মূর্খ
থাকে মিছিলের আগে,
ওর মরণেই বক্তৃতা দিব
আওরাবো যত  তত্ত্বজ্ঞান,
দিন শেষে আমি হব মহান
বাকি সব হবে শয়তান ।