সময় আমাকে বানিয়েছে  নির্দয় -নিষ্ঠুর
তিক্ত অভিজ্ঞতায় সীমার,
সুকুমার প্রবৃত্তি গেছে কবে যে মরে  
নিষ্ঠুর অভিজ্ঞতায়,
ছিল পুষ্প কোমল হৃদয় -
আবেগ ছিল প্রখর
কবে যে হল  পাষাণ
টের নাই পাই  সহসাই,
অপরের দুঃখে গান শুনি
নিশ্চিন্তে হাসি  অবলীলায়
ভাবি শুধু নিজের সুখ
অন্য যাক গোল্লায়,
সময় আমাকে বানিয়েছে নির্দয় - নিষ্ঠুর
তিক্ত অভিজ্ঞতায়  সীমার।।