তোমাকে চাই নিশীথ অন্ধকারে
রাত যখন তিনটা ,
তোমাকে চাই  রাত্রি দ্বিপ্রহরে
যখন আসে না ঘুম দু 'চোখে,
তোমাকে চাই পররাত্রে
যখন স্নিগ্ধ কন্ঠে ভেসে আজানের সুর,
তোমাকে চাই  খুব ভোরে
যখন সূর্য মিলিত হয় শিশিরে ,
তোমাকে চাই তপ্ত দুপুর বেলা
যখন পিপাসায় কাতর পথিক বেটা,
তোমাকে চাই বিকাল বেলা
যখন সূর্য  লজ্জায় রক্তিম হয় দিগন্তে,
তোমাকে চাই ঘোর সন্ধ্যায়
যখন আজানের সুমধুর  সুর ভেসে ওঠে বাতাসে ,
তোমাকে চাই বৃষ্টি স্নাতরাতে
যখন ভেজা দুটি পাখি আলিঙ্গনরত থাকে,
তোমাকে চাই  জ্যোৎন্সা শোভিত রাতে -
দেখব তোমার  রূপ অপলক নয়নে
তেমাকে চাই এক  ঘোর অন্ধকারে
যখন তুমি ভয়ে জুবুথুবু ,
তোমাকে চাই   আনন্দে বিরহে
তেমাকে  চাই তোমার  বিপদে
তেমাকে  চাই সকল সময়
দিন রাত চব্বিশ  ঘন্টায়  ।।