প্রতি বছর আসবে রমজান রোজ কেয়ামত
থাকি আর না থাকি হাসবে রোজাদার,
তৃপ্তি সহকারে করবে ইফতার।
থাকবে প্রকৃতি, থাকবে সবুজ ঘাস
পাখির কলকাকলিতে মুখরিত হবে
আমাদের প্রিয়  ক্যাম্পাস।
হয়তো  আমরাই দেখতে পাবো  না এই নির্মল সুন্দর।
আমাদের  পরিবর্তে অন্য কারো পদচারণায় যৌবত হবে ক্যাম্পাস
তাদের পদচারণায় মুখরিত হবে ক্যাম্পাস
তখন ভুলে যাবে আমাদের
মনে রাখবে না প্রকৃতিও।


সময়ের স্রোতে ভেসে যায় মানুষ
স্মৃতি  থাকে অমলিন
বিরহ একাকী  নিরালয় ভেসে উঠবে এসব স্মৃতি - স্মৃতির দুয়ার যাবে খুলে।
কাজ থাকুক আর না থাকুক
শম্পা অলওয়েজ  লেইট,
মনির করিতকর্মা, এক হাতে করে সব
একাই একশ কাজে সমশের,
ইমরান শুধু অপেক্ষা  করে খাবারের
টুকটাক কাজ করলেও খাবার ভাগ করে সে
ভাগ করার সময় কম তো নেই না নেয় বেশি ঢের।
সামনের রমজানে কে কোথা থাকি কেউ না জানি
পৃথিবী  ঘুরছে, আমরাও  ঘুরছি ধূসরতার ঘূর্ণিপাকে,
হয়তো ইহাই শেষ ইফতার বেকার কর্মজীবনে।