প্রেম মানে কামনা
বন্ধুত্ব মানে বাসনা
প্রেমে থাকে লাভ লস
বন্ধুত্বে থাকে শুধু ভালোবাসা।
প্রেম মানে শরীরের মোলায়েমতা
কারণে অকারণে স্পর্শ করার বাহানা ,
বন্ধুত্ব মানে মনের কোমলতা
থাকে না কোন  নোংরামি
কিংবা কপটতা।
প্রেম সংকীর্নতাকে প্রমোট করে
বন্ধুত্ব তা দূর করে আলোর পথে
উদ্ভাসিত করে।
প্রেম মানে শীতের শিশির
সূর্য উদিত হলেই উধাও।
বন্ধুত্ব মানে প্রশান্ত মহাসাগর
যার গভীরতা পাওয়া দুষ্কর।
প্রেম মানে পাওয়া না পাওয়ার -
আনন্দ বেদনা
বন্ধুত্ব মানে শুধুই আনন্দ
শোক, হতাশ,আর্তনাদ, বেদনা -
দূর করে মুখে ফোটায় হাসির ফোয়ারা।
প্রেম মানে ভবিষ্যৎ নিয়ে জটিল হিসাব নিকাশ
বন্ধুত্ব মানে সহজ হিসাব করে ভবিষ্যৎ পানে দূরন্ত ছুটে চলা।
প্রেম মানে মেঘ,  বৃষ্টি
বন্ধুত্ব মানে ঝড়, বজ্রপাত
বলগাহরিণের মত ছুটে চলা।
প্রেম মানে বদ্ধ ঘর
বন্ধুত্ব মানে সেই ঘরের জানালা
হু হু করে বাতাস ঢোকা।
প্রেম মানে নদী
বন্ধুত্ব মানে সেই নদীর স্রোত
ঢেউে ঢেউে সৌন্দর্য বৃদ্ধি করা।
প্রেম হলো চাঁদ
বন্ধুত্ব হলো সেই চাঁদের আলো
যাকে নিয়ে প্রস্ফুটিত হয় সহস্র কবিতা।
প্রেম মানে পুঁজিবাদ
শ্রেণিতে শ্রেণিতে দ্বন্দ্ব,
বন্ধুত্ব মানে  শ্রেণিহীন
  -বৈষম্যহীন
শুধু ভালোবাসা।
প্রেম হলো সাগর
বন্ধুত্ব হলো মহাসাগর
সাগর যেমন ছুটে চলে  মহাসাগরে
জীবনভর চলার তাগিদে
প্রেমও তেমন ছুটে চলে বন্ধুত্বের দিকে
অমরতা লাভ করতে।
প্রেম বন্ধুত্বে পরিনত হলেই
চলতে থাকে জীবন ভর।