এক দিন যাবো মরে শূণ্য হাতে
কিছু পারবো না নিতে দু হাত ভরে
সাধারণ মানুষকে বাসলে ভালো
রাখবে মনে মরার পরও
সব কিছুর  মৃত্যু  হয়
ভালোবাসার  নয়
ধনীরা ভালোবাসা দূরে ঠেলে দেয়
কিন্তু গরীবরা  ভালোবাসা মনে রাখে
জীবনভর
পারলে জীবন ও দেয় ভালোবাসার তরে
মিছিলে যেমন জীবন দেয় গরিবের সন্তানেরা
নেতৃত্ব  দিতে পারে না জীবনভর
নেতার ভালোবাসার  প্রতিদান দেয়  
সারাজীবন
আমিও ভালোবাসি ঐ দিন মজুর
যারা আমাকে ভালোবাসে না পাওয়ার আনন্দে
যদি আল্লাহ  আমাকে সুযোগ দেন
যদি কিছু করবার তাদের জন্য
তাহলে সার্থক হবে মোর জীবন