স্বপ্ন বিশাল প্রাপ্তি শূন্য
এই নিয়ে মধ্যবিত্ত।
সারা  বাজার ঘুরে দেখবে
দাম কম কোথায় ??
সেখান থেকে  কিনবে জিনিস
একটু খারাপ হলেও।
মুখে প্রেম  অন্তরে ভয়
এই নিয়ে  দিন চলে যায়।
ধর্ম কর্মে মনোযোগ
সৎ পথে করে  রোজগার।
অভাব তাদের নিত্যসঙ্গী
কভু মেটে না আশা
আছে শুধু আশার মরিচীকা
বেঁচে থাকে তারই পানে।
সম্মান  তাদের বিরটাত্ব
করতে না চায় একটু ক্ষয়।
ভুখা পেটে থাকবে সারাদিন
সম্মান  হারানো ভয়ে।  
স্বপ্ন বিশাল প্রাপ্তি শূন্য
এই দুই মিলে মধ্যবিত্ত।
মেনে নেয় সব কিছু
ন্যায় কিংবা অন্যায়
মেনে নিয়ে থাকে সুখে
অন্তরে ঘুমড়ে  মরে।
প্রতিবাদ প্রতিকার নিয়ে নেই কোন সাড়াশব্দ
শুধু পড়ে থাকে আদর্শ নিয়ে এক টেবিল কোণে
এভাবে দিন কাটে বেলা আসে ফুরিয়ে
সম্মান নিয়ে যায় কবরে ভুখা পেটে।
স্বপ্ন বিশাল প্রাপ্তি শূণ্য
এই নিয়ে মধ্যবিত্ত।