অশান্ত পৃথিবী
   শান্ত স্বচ্ছ সলিল হয়
মৃত্যুর অবধারিত আলিঙ্গনে।
   পাওয়া না পাওয়ার বেদনা
নিমিষে উবিয়ে যায় মৃত্যুর পরশে।
    যত জীব আছে এই ধরায়
আলিঙ্গন করতে হবে তোমায়
        মৃত্যুকে
ইচ্ছায় কিংবা অনিচ্ছা।
পৃথিবীতে সত্য  আছে বহুত
মৃত্যুর মত প্রমাণিত সত্য নাই
        আর কোন।
ধর্ম আছে হাজর পাঁচেক এই ধরায়
কেউ পারে নাই অস্বীকার করতে
মৃত্যুরে কোনো ভাবে।
কুরআন, বাইবেল, বেদ
সব গ্রন্থে আছে মৃত্যু,
সাক্ষাৎ হবে তার সাথে  নিশ্চিত ।
আজ কিংবা কাল
না  হয় কয়েক বছর পর
না হয় শ বছর পর
তোমার সাথে দেখা হবেই
  হে প্রিয়া আমার।
  মৃত্যুর ছোঁয়ায়
  এক লহমায়
  মুছে যায় ক্ষমতা
মানুষ হয়ে যায় লাশ
ভেঙ্গে পড়ে মান -অভিমান
জীবনের সকল লেনদেন।
কি নিয়ে যাবা সাথে
ভেবেছ কি আপন মনে???
সব রঙ্গিন স্বপ্ন
করে দিতে পারে ম্লান
মৃত্যুর এক আলিঙ্গনে।
মৃত্যু তুমিই মহৎ
সব মিথ্যাকে উবিয়ে
তুলে ধর সত্যকে।
অশান্ত মন শান্ত হবে
থেমে যাবে ঝড়-ঝঞ্জা
শান্ত হবে সব কিছু
মৃত্যুর আলিঙ্গনে।
শোনো মন
কর ভালো কাজ
কর প্রার্থনা
তোমার আল্লাহর।
যেতে হবে বহু দূর
মৃত্যুকে আলিঙ্গন করে।
মৃত্যু তুমি মহৎ
করেছ শান্ত
ঝঞ্জাযুক্ত পৃথিবীটাকে।