কোন এক বর্ষায় তোমার  হাত ছিল আমার হাতে
বসে ছিলাম পাশাপাশি নিঝুম বৃষ্টিতে সবকিছু  অগ্রাহ্য করে।
বৃষ্টিও হয়ে ছিল সেবার অবিরাম,
মিলন আনন্দে বিভোর ছিল সারা জমিনও আসমান।
ফুটেছিল কদম ফুল স্নিগ্ধ মায়ায়
দেখত চেয়ে আমাদের নির্লিপ্ত  ভঙ্গিমায়
আনন্দে ছিঁড়ে পড়ত ছুঁতে  আমাদের
ছড়িয়ে দিতে তার পবিত্র সুবাস