বৈশাখের ঝড়ো হওয়া মনে করিয়ে দেয় তুমি একদিন ছিলে,
বৈশাখের কালো মেঘ স্মরণ করিয়ে দেয় তুৃমি একদিন ছিলে,
বৈশাখের গুড়ুম গুড়ম বজ্রপাত  স্মরণ করিয়ে দেয় তুমি একদিন  ছিলে ,
ঝড়ো হওয়া,মেঘ,বৃষ্টি তোমাকেই খোঁজে নিরন্তর আমার কাছে -
আমিই জানি না তোমার খবর!
আমি তো নিজেই পর  
অবাক হচ্ছে মেঘ অবাক হচ্ছে বৃষ্টি
আরে ভাই এগুলো মানুষের ব্যপার
বোধগম্য হবে না তোমাদের।  
  এখানে আপন পর হতে লাগে না এক পলক
একবার হলে পর চলে যায় সাত সমুদ্র পার।
মনে পড়ে সারা বিকাল অপেক্ষা করেছিলাম এক পশলা বৃষ্টির জন্য
দুভার্গ্য! বৃষ্টি আসে নি।
মুখ কালো করে গম্ভীর অবস্থায় ছিল গুমোট  আকাশ
তুমি পড়েছিল একটা টুকটুকে লাল সোলায়র কামিজ
মনে হয়েছিল একটি ফুটন্ত গোলাপ আমার চারপাশে সৌন্দর্য ও সুবাস ছড়াচ্ছে।
  চারদিক অন্ধকারের মাঝে তুমি  আগুনের ঝলকানি
এই মুগ্ধতা  ছড়াবে আপন মনে চিরদিনই
প্রকৃতি ঢেলে সেজেছিল তোমাকে বরণ করতে
শুধু এক পশলা  বৃষ্টির আক্ষেপ ---
এখনো বৃষ্টি হয়, কাল বৈশাখি ঝড়ও হয়
কিন্তু  নাই শুধু তুমি আর আমি
জানি না হয়ত কালের স্রোতে ভেসে গেছে স্মৃতি, ভেসে গেছি আমি।
আপেক্ষ  হয় এখন  কেন এল না বৃষ্টি??  ভিজিয়ে  দিয়ে গেল না কেন  তার পবিত্রায়।
আক্ষেপ আক্ষেপ আক্ষেপ
সারা জীবনই আক্ষেপ
তুমি চলে গেলে কোথায়
আর আমি গেলাম কোথায়
দুজনের পথ দুদিকে বেঁকে গেল
নব্বই ডিগ্রি কোণে
কোন দিন হবে নাকো দেখা
আক্ষেপ আক্ষেপ আক্ষেপ
চিরদিন রইল সেই আক্ষেপ।।