ধর্ম হয়নি মানবতার
হয়েছে শোষণের  হাতিয়ার।
ধর্ম নিয়ে খেলছে মানুষ
নিজেরই কার্যোদ্ধারে ।
ধর্ম যেখানে শেখায় শৃঙ্খলা
সেখানে ধর্ম নিজেই শিকলে বাঁধা।  
ধর্ম  হয় নি মানবতার
হয়েছে শোষণের হাতিয়ার।
সংখ্যালঘু  কিংবা সংখ্যাগুরু
এ সব কেবলি ধর্মেরই অপবাদ
এসব দিয়ে গড়ে সিঁড়ি
ক্ষমতার মসনদে।  
ধর্ম  পড়ছে ধরা অপাত্রে
কেঁদে যায়  সারা বেলা।
ধর্ম হয়নি মানবতার
হয়েছে শোষণের  হাতিয়ার।
ধর্মকে ঢাল করে ছিনিয়ে নেয় ক্ষমতা
ধর্মকে নিয়েই মানুষ খেলছে সারাবেলা।
ধর্ম যেখানে শেখায় ভালোবাসা
বিভাজন করে কত বেলা।
তবুও একেবারে হারিয়ে  যায়  নি ধর্ম
আছে কিতাবে রাখা সুসংগত।